* 'আমি বেঁচে আছি,বাঙ্গলার অভিধানে  
     মোরে স্থান দাও, অক্ষরের মাঝখানে  
     আমার এ পথচলা, ভেদাভেদ ভুলে  
      আমি কখনও বলি না, নিজের আছি  
    আমি মিশে একাকার, বাঙ্গলার কোলে।
     আউশের ক্ষেত, আর ডোবা ভরা জলে  
      পল্লীতে থাকে প্রাণ, সবুজ নীলাচলে।
   আমি জেগে ওঠি অক্ষরে,মর্মে লক্ষ্য রে  
      
      দিগন্তের পাড়ে, জাগ্রত প্রাণ চঞ্চল,  
      জ্ঞানদীপ নিভু জ্বলে, পার্বত্য অঞ্চল।
      ধর্ম বর্ণ জাতি, বিধি নিষেধের জ্ঞাতি      
     জ্ঞানের মশাল হাতে, সে মুক্তির গান।
      আমি বেঁচে আছি, বাঙ্গলার অভিধানে
      মোরে স্থান দাও,অক্ষরের মাঝখানে।