আমি অক্ষরের রাজ্যে ডুবে আছি আজ    
স্বপ্ন আলোর সাথে,                
আমি হব বর্ণমালার মিষ্ট ভাষার শব্দ  
উপত্যকায়,স্বাধীন চেতনা হাতে।            
আমি হব মায়ের আশা,বাংলা ভাষা
মৃত্তিকার ঐ ধূলি,                    
আমি হব উলঙ্গ শিশুর ঘুঙ্গুরের শব্দে
রূপকথার ঐ ঝুলি।                
আমি ছিলাম একদা অবাঞ্চিত ডাক        
হব অবহেলিতদের সর্দার,            
আমি হব পরাজয়ের মুকুট মাথায়  
অন্ধকারের মুর্দার।                
আমি হব দেখতে রবি,পাগল কবি        
ছন্দ লেখার তালে,                  
আমি কাঁদবো সহসা,হাসবো বৃথাই  
মরণদশার কালে।                  
আমি দেখেও দেখিবো না অঝর স্রোত    
ঝরে পড়া হাসি,                  
আমি কেবলি বর্ণমালার স্নিগ্ধ সুভাষে      
বলিবো বাংলাকেই ভালবাসি।