* হে মানুষগণ,ও সর্বস্তরের উম্মতে জাহান                                        
   আরেকবার,আমি তোমাদিগকে            
       স্বরন করিয়া দিই,                      
যা পূর্বে রাসূল (সাঃ)বলেছিলেন                
  এই কথা যে,                              
মানুষ কিছুই করিবার ক্ষমতার রাখে না
     কেবলি এক স্রষ্টার হুকুম ছাড়া,    
সৃষ্টিকর্তা সবকিছু করার ক্ষমতা রাখেন      
      যা উনি নিজ ক্ষমতায় চান,              
হে সর্ব স্তরের উম্মতে জাহান।          
আমরা ভাবিয়া ব্যাকুল,সৃষ্টি মহিমায়
   তুমিও একবার ভেবে ত দেখো          
        মনন্বন্তরে চিন্তা ফিকিরে              
হে আখেরি নবীর উম্মতে জাহান!        
রোজ রোজ সূর্য ডুবে গগন তটে            
          চন্দ্র ওঠে পর,                  
ওয়াক্ত মতে মুয়াজ্জিন ডাকে মসজিদে এসো  
     আযানে আল্লাহু আকবার।              
কানে আসে হ্বকমতে মধুর ধ্বনি          
     তবু অন্তরে আসে না তাল,          
এভাবে আর চলবে কতদিন মানুষ
        নাফরমানি করিয়া,                  
      তুমি বাঁচবে কি চিরকাল?            
নিশ্চয় আমরা সেই রবের হুকুমে এসেছি    
  আগে পরে করে ফিরতেই ত হবে
     জগতে থাকবেনা যে কেউ,          
পাপের সাগর পাড়ি দিতে সদা          
   প্রস্তুত আছে মুসাফিরের ঢেউ।          
তারা কালেমা দাওয়াতে পিয়ন হয়ে      
       সর্বদা সিজদায় অবিচল,          
যেতেই হবে যখন আল্লাহর নৈকট্যে      
   তবে সবাই খালি হাতে বা কেন          
এবার ঈমানের খুঁজে মানুষ তোরা          
  পাথেয় সন্ধানে সত্যের পথে চল,            
     দেখ চেয়ে দেখ,বিশ্ব জাহান        
তোদের খুঁজে, দাঁড়িয়ে আছে        
  কালেমার পিয়ন মুসাফিরের দল।          
তবে আর দেরি নই, বিশ্ব উম্মতে জাহান
       পালাবদলের সংঙ্গপনে              
  ঐক্য লয়ে কালেমার ঐ আহ্বানে          
এবার আমাদের জিম্মায় এসে          
        মুসাফির বেশে চল।              
তোদের খুঁজে দাঁড়িয়ে আছে দেখ      
    হিম্মত ওয়ালা নবীর উম্মত              
    হয়ে এক মুসাফিরের দল।          


    -মুহাম্মদ জে.এইচ (রপ্পি)          
তারিখ:- ২৬/১১/২০১৭ইং                
স্থান :- সফররত একালা ফরিদপুর।