* জগতে ঐশ্বরিক জাগ্রত অলৌকিক শক্তি
       নপুংসকের অমর হবার বিদ্যা    
জ্ঞানের মোহিত ভাণ্ডারে সিল মোহরে      
     চির অজানা সৃষ্টির নিদর্শনে            
       তা রয়েছে একালে ও বন্ধ,        
বর্তমানের মানুষ আমি আছি ভবিষ্যতের ঐ খুঁজে   চির সত্যের,বরাবরি ধরিয়া                        
     সত্যের উন্মোচিত সু-পথ,
খুঁলেই, দিয়েছে সেই দিনকার সর্বশ্রেষ্ঠ মানব      
শান্তির দূত,পদার্পণে পৃথিবীতে এসেছিলেন
             মুহাম্মদ হযরত!                
তবু কেন চক্ষু কপালে রেখে, মোরা রয়েছি
       ধ্বংসাত্ত্বক মত্ত্ব মাতালে অন্ধ?      
একালে আর অমর কেউ রবেনা          
    আমার সকল আশা, যত ভালবাসা      
    ছিন্ন হলে হউক এই প্রাণে                
        এলে মরণের প্রতিদানে!                  
   দেখা পেলে মুহাম্মদের চরনে বরণীয়    
             ধূলিমাখা পথ!                
ধরিয়া বাণী ঐক্য,শান্তি,শৃঙ্খলার শান্তিতে    
   হে মানব তোমাদের করি আহ্বান।      
হে মানব তোমাদের চোখের কালো পর্দাটা
    খুঁলে দিয়ে বিবেচনা করো আজ।          
        হে মানব কোনটা ভালো,মন্দ        
সত্য কথায় জোনাকির মত আলোক জ্বালাও
  এসেছে মুক্তিগামী আলোর ক্ষীণ রবি        
আর থেকো না হে মানব গুমরামুখী হয়ে    
           মিথ্যে মাতালে অন্ধ।