"মুসাফির বেশে এই আমি"
---------------------------
* এসে দ্বীনের মেহনতি রাস্তায়
হাতে নুন বস্তায়
কিনে নিলেম সস্তায়,
সাথে হাফ কেজি ডাল।
মুসাফির সাথী মোরা এক কম সাত জোড়া
হিসেব আছে পাক্কা পুরা
দৈনিক লাগবে মোদের খেদমতে
কেজি পাঁচেক চাল।
এলেম ফরিদপুর মাঝারে, চাঁদপুর বাজারে
আমি আর এক সাথী
ব্যাগ হাতে রাতারাতি
চক্করে, পুরো বাজার মহরতে
কিনে নিলেম পেঁয়াজ হতে
লাউ মাছ টাকি,
মালামাল বুঝে নিয়ে বিক্রেতাকে টাকা দিয়ে
পুরোটা হিসেব, খাতায় কষে রাখি?
চলতে গিয়ে দ্বীনের পথে
আমি আর সাথী ভাই,
খেদমতের কাজে যখন বাজারে যাই
পথে হুজুর বলে সালাম পাই।
শুকরিয়া প্রভু, মোদের তুমি
দিয়েছো কত সম্মান,
আমরা আছি প্লাটুনে,মুসাফির
এক কম সাত জোড়া
কালেমার দাওয়াতে
সফরে চল্লিশ দিন আছি মোরা
তুমি দয়া করো মোদের                        
   হে রহিম রহমান।
প্রভু তোমার ঐ রাস্তায় ডান পাশ          
    হতে নম্রতায় হেটে যায়
মোরা চলমান মানুষের পরপারে,
মোরা মুসাফির জান,মাল এক করে
দ্বীল মন নম্রতায় তৈয়ার গড়ে
আছি আজ বিশ্ব হতে, ঈমানী কাফেলায়
ফজিলতে পবিত্র কারবারে!
প্রভু তুমি মোদের ধৈর্য্ দাও
প্রাণ খুলে আরো ভক্তি দাও?
তোমার ঐ ভালবাসার কাণ্ডারে।
প্রভু মোরা মুসাফির পথে পথে
ফজরের নামাজ হতে
অতঃপর এশার নামাজ বাদ
তসলীমায় বয়ান পাঠে
বসিয়া মোরা হেকমতে।
পরিশেষে, হ্বক কথা চিন্তা মস্তিষ্কে সুস্থ মাথা
মোদের করো দান
মিনতি হতে করো ফরমান জারি
   প্রভু,তোমার বিশাল ভাণ্ডারে।
...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....