* কত ভোর সন্ধ্যা,অবসান ভেঙ্গে
    আমি তোমার কাছে আসি,
    বহুদূর,জীবনের শূন্যতা গভীর
    ক্রন্দনে,ক্রন্দনে ভাসি।
    পৃথিবীর পথ ধরে হাটতে থাকি
    এক কল্পনার ভিতর,
    তবু বাস্তবতার জগতে পরশ মাখি
    আমি এক উতর।
    আজও রমণীর মন,যেমন
    এই মনের সাথে মিলে না,
    জানি,তুমি রবে চুপ,ভালবাসা খুব,
    কেন আমায় দিলে না?
    বাহিরে শান্তশিষ্ট স্বভাব,ভিতরে আছে
    ভালবাসার এক নদী,
    কবি"আমি অভাগা বলে..
    তুমি,জানো,নিশ্চুপে নিরবধি ?
    বুঝেছি,আজ অভিশপ্তের আগুন জ্বলছে
    বুকের ভিতর
    জানা,অজানা ভুলের সাগরে ঢেউ আমি
    হয়ে এক উতর।
    জানি,ফিরে আর পাবো না, হারানো সময়
    হারানো সেই নারী,
    আজকাল,নাকি চিরকাল,উদ্ভাস্ত হব
    নাই তার মনিহারি।