* সবদিক পৃথিবীর চারদিক সংশয়ী হাত
    ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আমি
    এ বড় কঠিন রাত।
    হৃদয়ের খেলাঘরে বরফের জল
    আত্মা জমাট বাঁধা পাথর খুঁজে
    করে অশ্রুরা টলমল।
    রৌদ্রদগ্ধ যুগল চোখ লেলিহানে জ্বলছে ,
    মল্লিকা বনে জীবন ফুৎকারে নারীর প্রেম
    সংকেতবদ্ধ সর্বনাশা বলছে।
    আজ বাড়িয়ো না ওষ্ঠ হাত
    এ বড় কঠিন রাত
    আশার গগনে, ভুলে লভিনু, হায়,
    জীবন প্রবাহ পোহাইবে রাতি
    সুবর্ণ চরণে,পুষ্প বরণে জানে মন
    দিবসে শীতল,সেই নারীর সুভাষ চাই?
    কোথা হতে আসবে রাত্রি কিনারা
    বন্ধনে অপার আলো,
    আমি সন্ধানে কোথা বা পাই সেই নারীকে ?
    হউক সে নদীর ঘোলা জলে কালো!
    আজ কোথা হতে আসবে রাত্রি কিনারা
    বন্ধনে অপার আলো।