জন্মেই বুঝেছি এটাই ত ছিলো          
আমার ভালবাসা                             
স্বপ্ন বিলাসিত বাধ ভাঙ্গা নিত্য উল্লাসের
রঙিন উতলা,প্রথম পুরুষ মনের একটি আশা                                          
তাহা গড়িতে জগতে আদৌ আমার        
সুপ্ত বসবাস,                              
সকল দেশের সব নর,নারী আমারি নিঃশ্বাস! 
সবি লয়ে কবিতার অভিলাষে            
বাঁজে সুর গান মম,
বিধাতার প্রেমোজ্জ্বলে নূর দান              
প্রাণ পণ সম।                      
সকল দেশের সব নর,নারী আমারি বিশ্বাস!                                        
লক্ষী নারী যুগে,যুগে প্রতিবারে          
দুনিয়ার আলোকে                        
গুণে মাধূরী পুরুষের পার্শ্বে শক্তি যুগিয়েছে      
নারী সুষমায় তা পুরুষের সঞ্চিত      
প্রেমের দান,                          
বন্ধনে অপার শাসিছে রাণী              
পুরুষত্বের মান।          
নারীর শাসন,পুরুষের ত্রাসন,জন্ম দিয়াছিল              
  অবদানে,সন্তানের মাতা গুরুত্ব যাজক পিতা            
  নারীরা ছিল আগেকার দিন দাসী
  ত্যজিয়াসের গীতা                              
  রাম পালনে দাসত্বে যজ্ঞ,সাজায়েছিল সীতা।
  আজকাল নারী শাসন,ত্রাসনে রাণী    
  সাবধানতায়,যেনো মুছে না যাই
  কবিদের কণ্ঠে দেওয়া সেই উপমা  
  সিক্ততার লিখনি                  
  অমর প্রেমের অমূল্য সব বাণী?    
  বিজ্ঞজনদের বাণী ছিল এরূপ,সম্বোধনায়            
  ঐ যে রাধে সে চুল ও বাধে              
  আরও খোপায় রাখে ফুল,          
  আমি ভরপুর জগতে পুরুষ অধিকার চাই না কো      
  চাই যে নারীর প্রেমের সপ্ত,স্বর্গের বাসর      
  এক চির সত্য মর্যাদায় আধিপত্যের সম্মান                                        
  ইতিহাসের অবক্ষয়                    
  পবিত্র প্রেমের মধূ যৌবতী কূল      
  নারী আদৌ প্রেমো সুঘ্রাণে পুরুষ হৃদে
  বিশ্বাসী ফুল!            
  একমাত্র নারীই পারে প্রতিষ্ঠিত করতে সমাজ                                        
  পুরুষ প্রেমের ব্যাকুলতা,হয়ে নারী গৃহযুদ্ধে                    
  রেওয়াজ,আবদ্ধ প্রেমের আলিঙ্গনের মূল।