* ভাবনায় মগ্ন,গবেষণার জগতে যাই
          জ্ঞানের সিন্ধুতটে ভ্রমন,
    অনুক্ষণ,আত্মবিলাপে বিচক্ষণ ভঙ্গি
       আমি কেমনে করিব দমন।
  মহা ঘর্ষণ,মস্তিষ্ক চাপে চিন্তাক্লিষ্টের প্রভাব
             অনিদ্রায় পদতলে,
  বিষজ্বালা ভুলিব কেমনে,ব্যর্থকামে সদা
           লোনাসিন্ধু চক্ষুজলে।
  সেই অন্ন পেলে, ক্ষুদা মিটে মানবকূলের  
         উৎসে অঙ্গ পাই শক্তি,
   ধন্য ধন্য মেলে, বহুবিদ পাওয়াই
        তবেই মনে জাগে ভক্তি।
হাস্যবোধ করি, সময় হারানো বিচরণে
         নিষ্ঠুর আমি সর্ব ত্যাগে,  
মিত্রাক্ষররূপ বেড়ি! অহৃষ্ট আচরণে
          আছি মানসিক রোগে।
বিরল প্রজাতির উদ্ভিদ আছে গহীন কাননে
          বিলুপ্তে অগণিত রাশি,
জ্ঞানীর অভাব্য,দেখা মিলছে এই বহিঃবিশ্বে
         টাকা দিয়ে কিনা হাসি।
জ্ঞানের অহর্নিশি,সীমালঙ্ঘন,নষ্ট চরণে
         উপযুক্ত বিদ্যার অভাব,
মিথ্যাচার ভুল পথে, চক্রজাল বরণে
       হিংসা যজ্ঞে,মানবে স্বভাব।
পীড়িতে তোমা ভালবাসি অগ্নিতে পোড়া লৌহ     এমনি মানব,ডুবালো সবি,
অবহেলার আকাশে, কবিতার অদ্ভুত জন্ম    
         নিজরূপে ফিরিলো কবি।


              .....সমাপ্ত.....