"নিজেকে ভেবে যাও খাঁটো"
-------------------------------


* নিজেই নিজের ঢোল না পিটিয়ে
তবে মুখের কুলুপটা যে আঁটো,
নিজেই নিজেকে বড় না বলে
সবে অনুভবে নিজেকে ভাবো খাটো।
আমরা যতই ভাবি,করি না দাবি
নিজের আছে হাজারো গুণ,
নিজের কথায় তার হয় না প্রমান
তা কর্মে হয় শুন রে শুন?
মানুষ যদি বলে রে আমায়
তর দিকটা নয় রে ভালো,
হাসতে হাসতে যাবো রে চলে
তবু মুখটা করে না কালো।
আমার চরিত্র দিকটা আমি নই রে.....
সমাজের প্রতক্ষ্যজনে জানে,
যতই করিনা কেন কুমন্ত্রনা
অন্যজনের কানে।
তোমার আমার জিবনের সবদিকটা
বুঝে সর্বজনে ভালো,
সমাজে কেউ চুর কিংবা হুজুর মশাই
তবু আমি নই রে.... ভালো।
আমি হলাম রে.... বড্ড পাপী
প্রভুর কাছেই গণ্য,
আজি ভস্ম সমাজে পাপে ভাসিয়া
হয়েছি আমি বন্য।
তাই নিজেই নিজের ঢোল না পিটিয়ে
মুখের কুলুপ আটো,
নিজেই নিজেকে বড় না বলে
তবে অনুভবে নিজেকে ভেবে যাও খাটো।


........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........