* আশ্চর্যকথা, বাস্তবতায় পাইনি আদৌ
         আবেগপ্রবণে চেয়েছি বটে            
          রিয়া সে তোর ভালবাসা,        
রাণীর মত মুকুট পরিয়ে বুকের আসনটাতে
     বসিয়ে দিতোম যোগ্য পদবিশিষ্ট
              সম্মানিতা                      
মোর এইতো ছিল আশা!                  
     রিয়া সে তোর ভালবাসা।        
যেখানেতে প্রেম সুধা আলোড়নে        
           নবনীতে তুই,                        
মন বলে একারাশ চুমু খেয়ে              
    ঠোঁটের ভাজে, স্বরগের মাঝে            
ছুটে গিয়ে তোকে আলতোভাবে ছুঁই!
যেখানে প্রেম সুধা আলোড়নে          
           নবনীতে তুই।                    
মুহূর্তে উড়ে এলো আশা লয়ে          
      আবেগী প্রেমের ঝাঁক,                
তখন ঈর্ষা  প্রাচুর্যে বললি রে তুই  
       অবহেলায় পড়ে থাক্।                
সেই আঘাতই মোর কোমল মনে      
      বিধলো কাঁটালি হয়ে,                
আজও আমি চমকে ওঠি রে                
     সেই দিনটির মর্মান্তিক ভয়ে।          
আমি আজও শুনি তৃষিত আকাশে          
   তর চরণে ধ্বনিত নুপুরের শব্দ,          
      যেন অনুভবে প্রেম ছুঁই,            
নিশীথে স্বপনে আমারি মনে    
      বন্ধনে অপার ছিন্ন বাঁধনে            
পূর্বে ছিলি,আদৌ আছিস,এভাবেই থাকিস          
       আমার হৃদে, নবনীতে তুই।        
    
      -মুহাম্মদ জে.এইচ (রপ্পি)            
স্থান :- সফররত এলাকা,ফরিদপুর।    
     তারিখ :- ৩০/১১/২০১৭ইং