উৎসর্গ:- প্রতিবাদী নারী গোষ্ঠীদ্বয় কে                        


এই বহি:বিশ্বে প্রেম প্রিতীতে নর, নারীরা শীর্ষে
  জগতে তাদের সনদপত্রে, বঞ্চিত বলেছে কে?  
সমঅধিকার দিতে হবে, নর, নারী এক রবে
বিশ্বে যত আছে কাজ, নারীরা তার অর্ধেক সাজ।
  জগতে তাদের সনদপত্রে,বঞ্চিত বলেছে কে?  
নর আর নারী করোনা গো বীরত্বের বাড়াবাড়ি
  নারীর কর্মে নারীকে মানায়, নরের কর্মে নর
নারীরা যে জগতের লক্ষী, সামলাতে নিজ ঘর।  
নরের কর্ম বাহিরগত, নারীর কর্ম সংসারে..  
সমানে সমান না হলে কি বন্ধন পূর্ণ পেত রে?
নরের কর্ম বাহিরগত নারীর কর্ম সংসারে...
নারীরা সতী, পূর্ণের ডাকে নীশিতে শানিত মধূ,
নর দিলো তারে সম্মানে তাজ স্বীকৃত দানে বধূ।
যে নারী আজ ঘর বোঝেনা বাহিরগামি বর্ষণে,
তারা যে কেবল লাঞ্চিত হয় পশুর তাবায় ধর্ষনে।  
নারী আমার মা জননী, নারী বাবার রক্তে মেয়ে
নারীর সম্মান দিতেই হবে যোগ্য সতী পেয়ে।
দুধ, পানি তরল পদার্থ, আমার সবাই জানি    
পানি যতই নষ্ট হউক খেতে ত আমরা জানি।
দুধটা সাদা হয় গুণে মানে  দূষিত যদি হবে  
কেউ থাকে খাওয়ার জন্য কি বাড়িতে নিয়ে যাবে?
ছেলেদের তেমনি বাহিরে সাজে নষ্ট হলেও পানি
নারীরা থাকবে চার দেয়ালে সাদা দুধের বাণী।
নর, নারী সম প্রাণ আমার চক্ষে তা হয় সমান  
যেমন নারীরা গৃহের সম্মানে আলোজ্বলা বাতি,
নারীর গুণে শব্দ হইল কবিতা, মর্মে এ গান    
নরের প্রেরণায় নারী বিশাল গোত্র জাতি দান।
নারীরে জগতে সময়যোগী বঞ্চিত, কে বলেছে?