ও রূপসী,আমার প্রেম, প্রেয়সী
ও রূপসী ললনা,
তোমার রূপে,আমি পাগল হলাম
ভালোবাসি,বলো না!
ও রূপসী,আমার প্রেম, প্রেয়সী
ও রূপসী ললনা।
তোমার চোখে,আশার আলো
দিগন্তের ঐ রেখা,
তোমার জন্য,উদাসী বিকেল
আমার হয় দেখা।
রেশম কালোয়,জড়ানো বেণী
খোঁপায় গেন্দা ফুল,
তোমায়,আরও বেশী ভালো লাগে
বাতাসে উড়ালে চুল।
ও রূপসী,আমার প্রেম, প্রেয়সী
ও রূপসী ললনা,
তোমার রূপে,আমি পাগল হলাম
ভালোবাসি,বলো না!