উদাসি মেয়ে
-----------------------------------
* মেয়ে কাজল টানা চক্ষু তোমার
মেঘ বর্ণের কেশ,
দুরন্তপনায় ব্যাগ কাধে তুমি
স্কুলে যাচ্ছো বেশ।
মেয়ে নিত্যদিনের সংঙ্গী তোমার
হস্তে আছে রে...ছাতা,
আমি দেখছি তোমায় চক্ষু ভরিয়া
বসে লিখছি প্রেমের খাতা।
ঠিক যুগল বাঁধা দিঘীর পড়ে
স্কুলের পড়ন্ত মাঠ,
ক্লাসের ফাঁকে করো যে খেলা মেয়ে
যেন আড্ডা মশগুলে
সকল মেয়ের হাট।
চঞ্চলতা, উদাসিতা চরিত্রে মেয়ের
রহস্যঘন অবুঝ কথা,
মেয়ে সহসায় বুঝতে পারে না
নাকি বুঝতে চাই না কিছু?
তবু আমি অপেক্ষারত রোজ সকালে
থাকি রে...তোমার পিছু।
মেয়ের জোস্নার হাসি মুখ গড়িয়ে
পড়ে আমার অঙ্গে,
জানি যদিও তুমি খুব উদাসী মেয়ে                 তবু আমি যাবো রে...তোমার সংঙ্গে,
সদা দেখেছি আমি তোমায় চক্ষু ভরিয়া
হাসি,টাট্টা,দুষ্টুমির ঐ রঙ্গে ।
তাইতো আমি বরাবরের মত
যাবো রে...তোমার সংঙ্গে।


  ....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........