"অধিকার চাই"
----------------------------
আমি এসেছি ভুলিয়া হৃদয় খুলিয়া
       বাংলার ছন্দ ফেরাতে,
যদি ইন্দ্র পথন, হয় মহা কথন
    তবে আমার অধিকার ফিরিয়ে দে,    
আমি ওঠে এসেছি, সেদিনের পঁচা গন্ধ থেকে
           মৃত্তিকায় পরিপূর্ণ,
স্বদেশের গৌরবে আলোকিত আমি
       রাখিতে জীবন ক্ষুন্ন।
এ মলিন শ্যামলায় বারুদের গন্ধে
        নেশা লেগে যায়,
অতঙ্ক, দুর্ভোগে জনতার দিল বন্ধ।
  বাঙ্গালির স্পন্দনে, নন্দিত বন্ধনে
      আমি খুজে চলি ছন্দ।
আমি লোহিত রক্তে, পাষাণের ভক্তে
       রবো  না কো নিশ্চুপ,
বাড়াবাড়ি সামলাতে, জীবনের মামলাতে
     আজি উচ্চস্বরে জানাই ক্ষোভ।
আমি আমার অধিকার চাই
       ফিরিয়ে দে তা বঙ্গ ?
আমি ঐক্যের জোয়ারে, জনতার দোয়ারে
     আন্দোলনে চাই সংঙ্গ।
দাবি আমার একটাই সততার দাম চাই
     বাংলাতে ফিরোক স্বস্তি,
দু মুঠো অন্ন,গরীবের জন্য
     শোষণের হাত থেকে,
          ফিরে আসোক বস্তি।
আমি আমার অধিকার চাই
সাহিত্যের পাতায় পাতায়,
  ভাষা আমার দুরন্তপনায়
       ছুটে চলো তুমি,
উচ্চ শিখরে আলোকিত হও
    সোনালী প্রদীপে
  সে যে আমার জন্মভূমি।
আমি এসেছি সেদিনের বঞ্চিত থেকে
  আমার স্বাধীনতা আছে বটে              
     আজি মূল্যবোধ টা নাই,
তাইতো আমি আগেও লড়েছি
      এখন ও লড়ছি ,
আর বলছি আমি তোমাদের তটে
বাংলা বর্ণমালার,কেবলি আংশিক মাত্র
  স্বগৌরবে,
      আমার অধিকার টা চাই।                


...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......