"অজ্ঞ দাস আমি"
---------------------------
হায় হায় এতক্ষণে লক্ষণ পশিল রক্ষঃপুরে
     মনে মনে তুমিই প্রভু গুরুজন
        লঙ্কার সাধনে শমন ভুবনে
             তোমার চরণ চুমি,
রক্ষশ্রেষ্ঠ তুমি মোরে পথ দেখাও তস্করে।
   শাস্তির নরাধমে দুর্বল হেন প্রাণ
      জগতে পদার্পণ করে মানবে,
আমি উত্তরিলা মগজে আজ্ঞা করি জ্ঞান
    দুরাচার দৈত্য রূপ বা দানবে।
গুণহীন সম্বল বাসবত্রাস কম্বল
     পাপে নীচ স্বভাবে দুর্মতি,
  রক্ষিতে গুরুজন তুমি প্রভু
   কবিতায় দেখিয়াছ নিজ গতি।
বাঁচিবারে সহিব আর কত অপমান
    অজ্ঞ দাস আমি,বিজ্ঞতম তুমি
জগতে ফিরিয়ে দাও মোরে সম্মান।    
আমি কৌতুকে বিষমতী ভস্মের মাঝারে
  চেয়ে দেখ তেজস্বী যৌবন আমার
     প্রনয়ের সুর গান বাজা রে...!
দাসীর সাধনে তুমি গুণনিধি করো
আমি সঁপেছি প্রাণ বিশ্বাসে মন,
যথায় রাখিতে পদ কথায় নিরাপদ
    সর্বাঙ্গে তুমিই প্রভু মোর গুরুজন।


   - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)  
..................××..................