* আমিই দুর্বার পথপার্শ্বে শ্বসল ফাগুন
   রক্তপ্লাবণ ধারাতে মশাল হাতে আগুন।
  আমিই অসত্যের মাঝে,সত্যের অভিযান
    ভুল পথের যাত্রীরা,বলি শুন সাবধান!
      নৃশংস,আমি ধ্বংস, কু-চক্র পৃৃথ্বীর.    
    তবু বারবার জেগে ওঠি শৃঙ্খলে অধীর।
    দুর্বল দেখি আমি শাসন, ত্রাসন আইন
    স্বাধীন ধরত্রীর ভরপুর উন্মাদে মাইন।
   রক্তচোষা মানুষ গুলি বিশ্ব সাধন দলে  
  ধ্বংস ধন্যা, রাহুর এ কণ্যা,লীলার ছলে।
  আমি বৈশাখী ঝড়,খোদার প্রলয় এ মর্মে  
বাঁচিতে পারিবে না কোন জালীম তার কর্মে।
যদি পারিস বেটা,মাটিতে লুঠা,রণক্ষেত্রে
যুদ্ধে জ্বলছে যে লেলিহান শিখা, চর্তুবৃত্তে।
আমি পুড়ে এমনিতে ছাই, সংকটে গুরু  
যার প্রেরণায় লেখার মঞ্চে এ যাত্রা শুরু
তিনি ছিলেন বিদ্রোহী কবি নজরুল গুরু।
আজিকে আমি তাহার,অমর লেখার শীর্ষ্য
  বিদ্রোহী বীর নজরুল সমাধীর এ বিশ্ব।
  আমিই দুর্বার পথপার্শ্বে শ্বসল ফাগুন    
  নজরুলের শিক্ষায়,মশাল হাতে আগুন।