"অমৃত বাণী"
--------------------------
* একজন কবির আত্মার আত্মসিদ্ধি হচ্ছে
   অক্ষরের সংমিশ্রণ,
   কবির সুখ,দুখ,হাসি, বেদনা, লাবণ্য
   নিরাজনে কাজ করে যায়!
   কবিতাকে বাঁচিয়ে রাখতে            
   মগ্নচৈতন্যে,
   কবিতার খাতার আজীবন।
   কবিতার কোন মৃত্যু নেই,
   কবিরা বেঁচে থাকে সাহিত্যের পাতায়
   রূপালী পর্দায় অমর হয়ে চিরকাল।


       - মুহাম্মদ জে.এইচ( রপ্পি)  
....................**....................