এত সুখ শোভাময়ী,অকল্যাণে
মোর গাঁথা,
অশান্ত গর্জনে,কিছু অর্জনে
ত্যাগী দাতা।
এত সুখ যুগে,যুগে নীলিমার
সে উচ্ছ্বাস,
তরঙ্গে দোলা,আমি ভাঙ্গা কুলা
ক্রন্দনে ত্রাস।
এত হাসি,রাশি রাশি সবদিক
ভালো"না
রোমাঞ্চিত হল মন,রংধনুর রং"এ    
বসন্ত আকাশে,চৈতালি বাতাশে
তা চলনা।  
এত হাসি,রাশি রাশি সবদিক
ভালো"না!
হে উন্মত্ত বিলাস,নিশিদিন স্বাদে
স্বার্থকি,  
বিপথে উন্মাদে,আমার যশ,খ্যাতি
নর্তকী।  
জ্বালাময়ী এ আশা,অপমানের
সেই বাহন,
ভরিল"না প্রাণ মাতৃপ্রেমে
দেহে দ্রাহন।
ধ্যানে,বনে,জাগরণে,চেতনায়
বিপ্লবী অগ্নি,
বক্ষে সীমাহীন প্রত্যাশা যেন
ইচ্ছার লগ্নি।  
এত সুখ বিরল স্বভাবে
মন বোঝেনা,
নিরূদ্দেশের পথে যাত্রা পথিক
একাকীত্বে,  
ক্ষত হৃদয়ে নব-দম্পতি,সেই প্রাণ
খোঁজে না।
এত হাসি,এত সুখ,কভু,দেখেনি"ত
আর আগে,
ক্ষুধিত হৃদয় উদাসীন রূপে
রাগে অনুরাগে।
এত সুখ শোভাময়ী,অকল্যাণে
মোর গাঁথা,
অশান্ত গর্জনে,কিছু অর্জনে
ত্যাগী দাতা।