অশালীন আত্মার মেয়ে
---------------------------


* ও সুন্দরী অসভ্য উতর,বাদর একটা
যাই বলো না কেন আমায়
ও সুন্দরী তবু বড্ড জানতে ইচ্ছে করছে
মোরে পাশ কাটিয়ে কোথায় তুমি
হেলিয়া দুলিয়া যাও,
আবার ধীর গতিতে হাটি হাটি পায়
নাঙ্গা আদুল গায়
এ পথটি ধরে মাঠের পরে মাঠ পেরিয়ে
আড় চোখেতে বারে বারে তুৃমি
কেন আমার পানেই চাও?
তা দেখতে দেখতে তোমাকে আমার ক্রমশই
হেব্বি লাগছে কিন্তুু ।
তাই তোমারে সুধাই সুন্দরী
এই ভর দুপুরে কেন তুমি একলা পথে চলছো,
দিব্যি এদিক ওদিক না থাকিয়ে তুমি
শুধু আমার পানেই চাচ্ছো,
অন্যমানস্ক হয়ে আচমকাতে বরাবর তুমি
হোচট খেয়ে যাচ্ছো
তবু তুমি ওহ্ আহ্ নাহি বলছো।
তবে মানতে হবে সুন্দরী
তোমার সহ্যক্ষমতা আছে রে বহুগুণ
ও সুন্দরী তাই তোমারে শুধাই আমি বলে যাও না মোরে
একলা পথে এই ভর দুপুর হতে সুন্দরী
কোথায় তুমি চলছো।
এত কথার রঙ বাহার অযথা আমি ঢেলে যাচ্ছি
তবু আমি তোমারি তটে উত্তর নাহি পাচ্ছি
তবে কি সুন্দরী আমি জেনে নিব
বরাবর অনদ্যের মত তুমি ও কি দাম্ভিকতায় অশালীন আত্মার মেয়ে?


  .......... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).........