* শুনে যাও হে রমণী, আমিই নিষ্ঠুর
   নিরন্তরে, অপমান বাণী করে সিক্ত
ভুলিতে তোমারে তোষামোদ করি ভাষা                                          
  সম-প্রাণে মান অভিমানে অতিরিক্ত।
  শুনে যাও হে রমণী, আমিই নিষ্ঠুর    
সেই আমিই নিরবে, সুন্দর এ ভবে  
  পাইলাম কত কালের পদ্মভাষিণী,
শুধু আমার বেলায় তুমি উদাসীনি।

বলে দাও হে রমণী, আসিবার কালে
খুঁলে যাও প্রেমের বন্ধ কপাট তালে।  
ভেতর বাহিরে সৃষ্টি বিশাল, ত্রিশাল
মন উড়ে যাই  আকাশ পাতাল ঠাঁই,
শুনো হে রমণী আমি নির্বাসন চাই
ভালবাসা, তোমার ওষ্ঠ প্রেমের ছাই।