সাপ্তাহিক ধারাবাহিকতায় এক বিশেষ দিন
          শুক্র বার এলে,                
মুসলীম তাওহীদি জনতা আগাম তৈরি    
         কাজ কর্ম পেলে!                  
  পবিত্র করে গতরখানি                  
     আতর মাখে জামাতে,                
জুম্মার নামাজ পড়তে যাই যে          
      আল্লাহর সন্তুষ্টি কামাতে।          
মুমীনের দল আখিরাতে সফল        
     ধরণীটা করে যে ত্যাগ,            
আল্লাহর মহিমায় তারা শান্তি ছড়ায়      
      তা ইসলামের গতিবেগ।                
শুধু কি হুকুম আল্লাহ পাকের            
       জুম্মার দিনেই রই,                    
পাচঁ ওয়াক্ত নামাজ কে পড়িবে          
   কোরআন হাদীস পাকে কই?          
নামাজ হলো বেহেশতেরি মূল ফটকের চাবি
      ওয়াক্ত ছেড়ে নামাজ পড়ে
বেহেশতটাকে তুই কেমনে সংঙ্গে নিবি।
      নামাজ হলো বেহেশতেরি              
         মূল ফটকের চাবি।              
আল্লাহর প্রেমে পাগলপারা                
     মুমিন আশেক যারা,                    
তুচ্ছ ধরণী ছাড়তে রাজি                    
  কভু নামাজ ছাড়বে না তারা।                
ও ভাই নামাজ পড়লে সব দিনক্ষন।      
        একই রকম লাগে,                    
কে বলেছে জুম্মাতে সবি                    
ভাই ওয়াক্তের নামাজটা যে আগে।