সকাল বেলা রাজা হলি তুই
সন্ধ্যবেলাই ফকির,
গৌরব আর অংহকার করে
মধ্যে জীবন ঝুঁকির।
ধৈর্যহারা,নিত্য সাড়া,তাহলে
বলো,উপায় হবে কি
বিধাতার উপর আস্থা রেখে
এবার চলতে থাকি।
বিশ্বাসে মেলে অসাধ্য সাধন
নির্মল প্রাণের ভক্তি
পরাজয়ের স্বাদ শেষ হলে
ফিরবে আবার শক্তি।
কাল সকালে নতুন প্রভাত
আসবে সুখের ঢেউ,
এবার তোকে আটকে রাখিবে
বিশ্বে আছে কি কেউ ?
চাইলে প্রভু, দিতেই পারেন
পানির মতন সোজা,
কখন কাহার কি হয়ে যায়
যাবেনা কভু বোঝা।
চাইলে প্রভু, দিতেই পারেন
পানির মতন সোজা!