* পাপ অনার্যে মত্ত্ব মাতাল ওরে        
   কেমন করিয়া বর্ণাঢ্য হইবি তুই,      
         খুঁজিয়া মরিস পরে                  
পাপ অনার্যে মত্ত্ব মাতাল ওরে।          
   করিস না আর মিথ্যে লড়াই          
জগতে চিরজীবি নয়তো মানব            
তবে মোদের আবার কিসের বড়াই ।    
     করিস না আর মিথ্যে লড়াই!          
    দেখ চেয়ে দেখ দেশান্তরে,        
        ছেলের হাতে বাবা মরে!              
তবে কি ভুল করে হয় জন্মদাতা                        
      না কি পাপেই জীবন ধ্বংস?            
ভুলের মাশুলে কত দুস্কৃতির মহা পিতা
      জীবন দিলো ছেলের হাতে        
চিত্রপটে ঘঠিত বহুল সমাজ কাহিনী        
         তা স্পট  পাপের অংশ।              
  হায় রে বোকা তুই নই রে খোকা            
        তবু রঙ তামাশা করে              
      থাকিস ঈর্ষা, লোভে অন্ধ,            
মানব  আর কতকাল অসৎ কাজে                
    ধ্বংস লীলায় নেশার ভাঁজে।              
নিজ হতে কেউ ডাকিস না রে          
      পাপের নিত্য তালে ছন্দ ।            
ওরে একদিন মরিতেই হবে সব মানবে
       জগতে থাকবে না যে কিছু,            
তবু পাপের বোঝা মাথায় নিয়ে কেন রে    
           মোরা অন্ধকারের পিছু।          
ওরে দেখ ছেয়ে দেখ আঁধার ছেড়ে    
  আলোর পথে সাম্য, ঐক্য জিন্দাবাদে  
      জীবনের পক্ষে এক মূল্যবোধের      
              পূর্ণ শান্তি বিধান,              
জেনে রাখিস, নবীর কাজে দ্বীনের মাঝে        
          হিম্মত ওয়ালার শিক্ষা,              
     নিশ্চয় সত্য পথের আদান প্রদান          
            দূর করে দেয় দীক্ষা!            
  হয়ে এক চির মূল্যবোধের ঈমানী পদের
             পূর্ণ শান্তি বিধান।          
.................... ××..................


      - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)              
স্থান :- সফরত এলাকা,ফরিদপুর।      
    তারিখ :-  ০৭/১২/২০১৭ইং