সেই সুপ্ত বাসনায় ধানের ক্ষেতে        
নিত্য ছন্দে,মন আনন্দে          
বাতায়নে ধূলি,                  
আমি সবুজে সবুজে,মলিন ঘাসে            
স্বপ্ন কুড়িয়ে তুলি।                
এমনি করে আঁকড়ে ধরে                  
আলের ক্ষেতে বসি,              
ভাল্লাগেনা জগত সংসার                
আঁধারে ডুবিলো শশী।                    
আমি স্বপ্নতলায় শেষের বেলায়            
শুন্য দেহে তিক্ত,                  
আমার অনলে দহন জ্বলছে আজও
ভালবাসায় সিক্ত।                      
যদি এ মন জানতো প্রেমযুদ্ধে            
শহীদ হব আমি?                  
এমনি,এমনি জিবন যুদ্ধে                  
তবে কি আর নামি।                  
আমার স্বপ্ন গুড়িয়ে,বিষাদ হানলো      
সুখের করিয়া ধাওয়া,                
এটাই ছিল আমার পাপ্য,ত্রিভূবনে      
পাষাণীর তরে পাওয়া।