ঋতুর বদল হঠাৎ করে আজ পরিবর্তনে
বাহিরে বইছে ঝিরি ঝিরি শীতল হাওয়াই          
            হাড় কাঁপানো শীত,            
   তাহা দেখিয়া আমি যদি হই ভীত!
         তাহলে কি বলো চলবে?          
    তখন আমার দিকে আঙ্গুল তুলিয়া
            লোকেরা কি বলবে?            
বলবে দেখো নি সকাল সকাল            
    অলস হয়ে কবি আছে গো শুয়ে,                
যেমনি শিশির ভেজা নরম ঘাসে থাকে    
           নাগমণি ফুল নুয়ে।              
কত বিদ্রুপ,ঠাট্টা করে লোকেরা বলবে    
    দেখোনি গো এসে, সকাল সকাল            
         কবি আছে গো শুয়ে।  
বলবে আরো বদ্ধ ঘরে কেমন করে        
         কবি থাকে গো একা,              
  ঊষার আকাশে পাখিরা উড়ে                
আজ কি তাহলে প্রকৃতির বৈচিত্র্য        
        কবির হবে না দেখা
আর প্রকৃতি দর্শনে কবিতা ও হবে না লেখা।      
কে বলেছে কবিতা হবে না "কো" লেখা          
         কলম যে কবির হস্তে,              
কবি সব অবসান করে প্রর্ত্যাখান            
    বেরিয়ে এলো চপল পায়ে              
       অঙ্গে জড়িয়ে শীতল বস্ত্রে।            
কবি চলিতে চলিতে মেঠো পথে          
        অপলক দৃষ্টির মহরতে,                    
        প্রভুর  দেখে গো লীলা!            
কবিতা লিখিতে লিখিতে কখন জানি        
     পেরিয়ে গেলো হারানো স্মৃতির        
          অনেকখানি বেলা।      
  
     - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)              
  স্থান:-সফররত এলাকা,ফরিদপুর।  
       তারিখ:-০৬/১২/২০১৭ইং