* নিস্তব্ধতা পুরনো কিছু  স্মৃতি  নিয়ে আসে


       তিক্ত দেহে বৈকি,                            


অনলে হৃদয় পুড়ালে তবে                        


  পবিত্র ভালবাসা রই কি ?                    


বিশ্বাসে আশা ছুড়ে অন্ধ প্রেমের দুয়ার খুলে


      ভালবাসতে গেলে,                              


ঠিক তখনি অবহেলাপূর্ণ অবিশ্বাস আসে


    বিষাদের ঝাপটি মেলে।                


অবেগপ্রবল ভালবাসা ছুটে চলে গন্তব্যস্থান


      পাগলামির ঐ পথে,                              


দুঃখ নামের গ্লানি টানিয়া যায় কবি      


       বিসর্জনের রথে।                              


কবির অপবাদে হৃদয় কাঁদে                      


    চোখে জলের বিন্দু,                            


তাহার তরে ভালবাসিয়া জগত বাসে          


    ধৈর্য মাতুয়ারা কবি?                              


তবু লোকের মুখে থাকে নিন্দু।                


অন্তিমে শেষকাল শূন্যতায় ডুবিছে হৃদয়


  আক্ষেপে  ভেসে চোখে আসে                


        ব্যার্থতার ঐ ছবি,                            


আজি কবি হৃদয়হারা, পাগলপারা          


পাষাণীর তরে  ব্যাকুল অয়নে          


      উদাসীনতার রবি।