* হঠাৎ স্বপ্ন আলোর পদ্ম শাখায়
   ছলছল দীঘির জলে
   ভেসে ওঠিলো কে?
   কি তাহার উপমা, রূপের মহিমা
   কে সে গাঙ্গিনী কে?
   বিলাস যমুনা, ঢেউ তার সম,
   সাঁতারিয়া,ডুবেডুবে সুর তার মম।
   মহাকালে,তটিনীর অজস্র ছেদ,
   গাঙ্গিনীর অপার যৌবন লক্ষ্য
   কামনা করিয়া ভেদ।
   নির্ঝরের ঝর ঝর,প্রকাণ্ড স্বপন
   সেই দীঘি মোরে কাছে টানে
   কে জানে খেয়ালী বশে কতটা সে
   হয়েছে মোর আপন!
   জোছনা রাতে স্বর্গ হতে ডানা মেলে
   নামিয়া এলো পরী,
   নুপুরে ছন্দে আমি রে.হলাম বনমালা,
   বিরহ বিধুর বেণুকার সুরে
   সুন্দরে কুসুমডালা।
   তাতেই আমি স্মরি!
   হঠাৎ স্বপ্ন আলোর পদ্ম শাখায় ছলছল
   দীঘির জলে ভেসে ওঠিলো কে?
   চান্দের আলোয় পরীর ঝলক
   উপচে পড়ে,সেই দীঘির পাড়েতে।


...... মুহাম্মদ জে.এইচইচ (রপ্পি).......