*অশান্ত শিহরনে অঙ্গে আমার        
      বিষাদের প্রশান্ত ঢেলে,                
শয্যা কণ্ঠে অস্পষ্ট প্রেম নিয়ে              
     তুমি আমার কাছে এলে।          
চিরসংঙ্গী তোমার হৃদয়া ভঙ্গি              
     যেন অহংকারের দাসত্ব,              
আমার জিবনের দাস মিঠাতে ক্লেশ        
    আজ খুজে নিয়েছে একাকিত্ব।        
প্রেমের দাবিতে হয়েছি নির্লজ্জ            
      কিংবা স্বার্থপর আমি,                
আমার রুগ্নতায় তোমাকেই খুজে পাই    
     তাই একাকিত্বই দামি।                  
আজ যশ খ্যাতি উল্লাসিত মনের          
       স্বাদ পায় না খুজে,                  
নির্লজ্জ আর স্বার্থপরকে                      
     ঠিক একাকিত্বই বুঝে!          

রচনাকাল. ০১.১১.১৬ইং                  
স্হান. জোড়া দিঘীরপাড়.            
হোসেন্দী, পাকুন্দিয়া, কিশোরগজ্ঞ।