* আমি সন্ন্যাসী বেশে ছুটিবো এ দেশে          
         হব না ক তবু ক্লান্ত,                
আমি ন্যায় নিষ্ঠার আঁধার কুঠিরে প্রভু
       আলো জ্বেলে হব শান্ত।              
আমি উৎকন্ঠার লন্টন হস্তে              
    সততা ছাড়িবো না বক্ষে,                
সদা নিরুপায় হলে যেন পায়              
     প্রভু তোমার কাছে রক্ষে।              
আমি শয়তানি মায়াতে পাপের অই ছায়াতে
       পুড়াতে চায় না অঙ্গ,                
আমি খানিক এ ধরাতে সত্যটা জ্বালাতে
      ভুলিয়া গেছি আজি রঙ্গ।              
আমি মগ্নে মস্ত পিপাসাগ্রস্ত                
    যুগে যুগে সুখ আনিবার,                
প্রভু সন্ন্যাসী হতে আজ ঈমানী যত কাজ
      পালন করিবো মেনে বহুবার।        
আমি মগ্ন বনে সন্ন্যাসী ক্ষনে            
       শান্তির নিবিড়ে দুলি,                
পরম করুণার প্রভু আমার আমি যেন
         তোমারি পথে চলি।          


রচনাকাল. ০৩.১১.১৬ইং                  
স্হান. জোড়া দিঘীর পাড় হোসন্দী।