ও আমার পল্লী জননী......
            তুমি এসেছ সবুজের সজ্জায়
            আমন ধানের ক্ষেতে,
চারদিক করেছ চির সবুজ কতনা আবেশে।
  চেয়ে দেখি অপরূপ সৌন্দর্য্যের মাঠ,
            পাশেই বিস্তৃত এক হাট।
ঠিক তার মাঝ প্রান্তে আড়া আড়ি সরু রাস্তা,
ও আমার পল্লী জননী....
           তুমিই মোদের ভরসা।
           আর কৃষাণ কৃষাণীর আস্থা।    
তুমি তৃণমূলে বাতায়নে গড়িয়াছ বন বনায়নে,
           পাখির গুজ্ঞনে গান
           জাগাচ্ছ আমার প্রাণ ক্ষনে ক্ষনে।
ও আমার পল্লী জননী......
          ধূলি মাখা পায় রমণীরা যায়
          করিবে বিদ্যা পাঠ,
     ছেলেদের অই দল হাতে নিয়ে ফুটবল
          যাবে শশ্বান পেড়িয়ে মাঠ।
ও আমার পল্লী জননী.....
          তুমি সচল রাখিয়ো শতবর্ষের
    প্রাচীনতম এই মাঠ,
          সেখানে পেলিয়া শৈশব
      আজি করি চর্চা বাংলার সাহিত্য পাঠ।
ও আমার পল্লী জননী......