এ ভুবনের মাঝে যদি তোকে
আমি নাহি পাবো রিয়া,
কেদেই যাবে আমার প্রাণের
ছোট্ট এই হিয়া,
তবু তুই ভাবিস না রে রিয়া.
তর আমার প্রেমের স্মৃথি
আঁকবো রুজি
কদমতলি গিয়া।
তবু তুই ভাবিস নারে রিয়া,
এ অঙ্গ মাঝে সকাল দুপুর
রাখবো তোকে পুষে,
আসোক যতই কষ্ট জ্বালা
আমি রইবো প্রেমে মিশে।
তবু তুই ভাবিস নারে রিয়া,
আজি তোকে সুধাই রিয়া,
পাথর কুদাই করিতে গিয়া
শুধু লিখেছি তর নাম,
হয়তো একদিন স্মৃথির পাতায়
থাকবে সেই নাম,  
তবু তুই ভাবিস নারে রিয়া।
আজও আঁকছি তোকে কল্পনাতে
জল্পনার অই জলে,
হিয়ার মাঝে সন্ধি সাঁজে
দুষ্টুমির ঐ ছলে।
তবু তুই ভাবিস নারে রিয়া।