আমার লেখা শেষ হতে না হতেই
সময়ের লগ্ন বয়ে যায়
নেমে আসে আঁধার রাতি
তাতে সূর্য্যি মামা হারায়,
আজি আমার ভালবাসা হারিয়ে গেছে
ভেঙ্গে গেছে স্বপ্নের ধরিয়া
তবে আমি কেমন করে অশ্রু জলে
ভালবাসা যাবো গড়িয়া?
আমি কোথায় খুঁজবো ভালবাসার নুড়ি
কোথায় খুঁজবো সুখ?
কাকে বলি আজ ধৈর্য্য পাহাড়
অফুরন্ত দুখ।
কেউ বুঝেনা,কেউ খুঁজেনা,আমার ভালবাসা
বাঁচিতে নাহি,মরিতে চাহি
এই বলে যে অবুঝ মনের আশা
আজি সম্মাননা উদ্দিপনা
চায় না আর আমি
একলা ভবে ছাড়িলে তবে
মুছবে কবির নামি।
যেদিন ঝর্ণাধারা ফুটাবে পদ্ম
পাশে ময়ূর ডাকবে কেকা,
সেদিন তোমার সাথে বিরহ রাতে
আমার হবে দেখা।
স্বপনে দেখবে,ছবিতে আঁকবে
খুঁজে পাবে না কভু
তুমি কাঁদবে বলে,গেল চলে
আর ত আসেনা প্রভু।