এই বাংলার ধূলিতে জন্ম আমার
      যেন বাংলাতেই হয় মরণ।
পূর্ব পশ্চিম যে প্রান্তেই থাকি না কেন
       শুধু বাংলাকেই করি স্বরন।
হিন্দু বৌদ্ধ মুসলীম খ্রিষ্টান স্ব-জাতী
        সকলে আমার ভাই।
ধরনীতে এসে মুসলীম বেশে
     আমি ঐক্যের, এ গান গায়।
জন্ম নিয়ে ধন্য আমি এই বাংলার ধূলি মেখে
       আহা কি অপূর্ব বাংলার মাটি
তাতে স্বপ্ন যাচ্ছি রেখে,
       এই বাংলার  আকাশ পূবালী বাতাস
মুখিয়ে রাখে প্রাণ।
       বাংলার নদী পাহাড় পর্বতী প্রকৃতির স্পর্শে
প্রভূর করুণাতেই দান।
       তাইতো বলি, ঐক্যের আহ্বানে চলি।
চলো ধরি, বাংলা মায়ের সে গান?