আমি নয় কো কবি মাটির ছবি
        কাঁদা মিশ্রন জল,
আমার শ্বসনকার্যে অফুরন্ত
        বাতাসের চলাচল।
মুক্ত আমি ভুবনে দামি
          প্রভুর টানি রথ,
আমি হযরতের অই ন্যায়ের জন্য
          শয়তান করি বদ।
আমি মুসলীম সত্যে স্বাধীন
          প্রভুকে করি ভয়,
আমি সত্যের সন্ধানে রাখিয়া বাজি
         মৃত্যুকে করি জয়।
আমি চায় না সংঘাত মিথ্যে আঘাত
        কেন করিবো অযথা,
আমি বলি এসো মুসলীম দাও তালীম
          হ্বকমতে বলিয়া কথা।
পরিশেষে বলি হেসে
         জান্নাতের জন্য এসো
একমতে থাকিয়া প্রভুকে ডাকিয়া
          মানুষকে ভালবাসো।