ভালবাসিয়াছি বলে কলমের কালিতে লিখেছি
         তোমারি নামের কবিতা,
ভালবাসিয়াছি বলে শিল্পীর তুলিতে একেছি
         তোমারি মত ছবিটা।
পুষ্পের আগমনে প্রজাপ্রতি আসে বনে
         অঁলি লুটায় মঁধু,
তোমারে ভালবাসিয়াছি বলে                
        দুঃখ নামের বিষাদ ভুলে
         তাইতো বানাবো বধূ।
তোমারে ভালবাসিয়াছি                  
     বাধাগ্রস্ত বিপত্তিতেও হাসিয়াছি
         ফিরে এসো আজ,
তোমারি লাগি বসিয়াছি শূণ্যে                  
     ছুঁড়ে পেলে দিয়ে
         ভুবনের যত কাজ।
তোমারে ভালবাসিয়াছি গো বলে          
   অশ্রু শুকিয়েছে লোনা জলে
      হৃদয়ের ভেঙ্গেছে পাড়,
আজও তোমারে একাকিত্বে ডাকি রিয়া
      অভিমানে থেকো না গো আর।
ফিরে এসো ভালবেসে আমার ছোট্ট ঘরে,
       তোমারে ফিরে পেতে হউক বিরম্বনা
তবু ভালবাসা থাকে যেন অধরে।