এলো নবান্ন কি আনন্দ  
কৃষাণীরা ফসল তুলে  
কাজে ব্যাস্ত কৃষাণ ন্যাস্ত  
নাওয়া  খাওয়াটা ভূলে  


ফসলের হাঁসি রাখালের বাঁশি  
   কিসের সুর তুলে রে  
মুগ্ধ বাতাসি করে উদাসি  
তাই গুন গুনে গান গাহিরে


মাঠের প্রান্তে ফসল আনতে
কৃষাণের ছোটাছুটি  ফিঙ্গে নাচে
শিউলি গাছে বেধে তারা জুটি
আহা কি আনন্দ এলো নবান্ন

বাংলার তটে আজ,
মাঠে মাঠে সবুজ তটে
কৃষাণ করে কাজ।  
সোনালী ফসল ঘরে তুলে


কৃষাণের মন হাসিতে দুলে
আহা কি আনন্দ এলো নবান্ন
কৃষাণ কৃষাণী সুখে ?  
কৃষাণের ছেলে মেয়ে


দলবল বাধিয়া,  
কোরআন পড়ে হুজুর ধরে
দিয়ে শতেক হাদিয়া।  
আহা কি আনন্দ এলো নবান্ন


খুশির বার্তা লহিয়া,  
লিখি ছন্দ কি আনন্দ
সোনার বাংলায় বহিয়া।