আমি উন্মাদ উদ্ভাস্ত নামের ভিখারি    


   আমি ভালবাসার কাঙ্গাল,                    


প্রভু ছাড়া কারো নাহি ধার ধারি।        


   আমি হন্য হয়ে বনে বনে                


     মুক্তির খুজি রেখা,                            


আমি সংঙ্গীহারা এ ভুবনে  বেচে আছি    


    দুখের কলোনিতে একা।                


আমি ভালবাসার অগ্নিতে পুড়ে ছাই হয়ে    


     এখন দুঃসময়ের মাঝি,                      


আমি সুসময়ের সংঙ্গী পেতে                


     নাহি আছি রাজী।                      


আমি ঝড়ন্ত বৃক্ষের উড়ন্ত পাতা        


      থামছি না যে আর,                          


আমি ভালবাসার কাঙ্গাল প্রভু ছাড়া    


    কারো ধারি না গো ধার।                    


আমি অফুরন্ত  দুখের মাঝে                  


    ধৈর্য গড়ি পাহাড়,                            


আমি কতকাল কতনা যুগ।              


  স্বস্তিতে করি না গো আহার।            


আমি আকুলতায়,ব্যাকুলতায়        


     সান্তনায় ধরে বাব্যিক,                    


শুকনো মর্মর ঝড়া পাতায়                


    আমি সেই কাব্যিব।                      


আমি সেই উন্মাদ,উদ্ভাস্ত নামের ভিখারি


আমি  প্রভু ছাড়া চাই না গো, কারো কাছে


আমার এ ক্ষুদ্র জীবনের অধিকারী,        


   হ্যা, আমিই উন্মাদ                            


আর উদ্ভাস্ত নামের ভিখারি।