* ব্যথীর ব্যথায়, কাঁদে প্রাণ, পথপার্শ্বে    
  ক্ষমা করো প্রভু, আমি জালিম না, বিশ্বে  
    চলি সে পথে, তোমারি হতে, অবিরত      
     যে ঠিকানা, খুঁজেছে দরবেশ, নিহিত।  
    তুমি মোরে রহম করো, আমারি প্রভু      
   যে পথে চির শান্তি,পরিতাপে শাশ্বত  
   মোরে পথ দেখাও, সেই পথ, নিশ্চিত।
   অপার, পূর্ণ পন্থায়, দাও মোরে শক্তি  


  বিশ্বাসে, নিঃশ্বাসে, যেন অবিচল ভক্তি।    
  তুমি মোরে পথ দেখাও, আমারি প্রভু        
  আমি চাই না হতে,  ধনী, বাদশা, কভু।  
  আমি চাই, শানিত জীবন, বিশ্বময়,      
  স্পন্দনে প্রভু, আমারি প্রাণ, নিঃস্ব রয়!  
  তুমি মোরে, পথ দেখাও, আমারি প্রভু?