রিয়া, কী খবর? বাস্তবচিত্রে এমনই হয়
পা না ভিজিয়ে নদী ,
অনেক সমুদ্রও পার হওয়া যায়!
কিন্তু চোখ না ভিজিয়ে কন্যারা যে
জীবন পার করতে পারে না?
আমি বলি রিয়া, ছেলেরা ও কম কি
কেঁদে কেঁদে বিষাদে পুড়াই,
বুকের অনলে বেদনার জলে
শুনো রিয়া আমার আহ্লাদী চমকি?
মেয়েদের হাসি ভরা মুখের আড়ালে
যেমন চেয়ে গেছে অজস্র দুখ,
তেমন ছেলেরা ও পদে পদে উন্মাদে
ত্যাগে ঢাকে সুখ।
রিয়া তবে বলো দেখি, ব্যবধান কম কি?
জানি,সব ছেলেরা ত্যাগে নাই
অনেকাংশ অভিনয়ের পাঠক,
মানি,মেয়েরা ও যে কম জানে না
সবিনয়ে,করে যেতে নাটক।
রিয়া,গণিতে একে একে দুই হয়
তিনে প্লাসে এক চার,
রসায়নে, ছেলে মেয়ে ও পৃথক নই
সংসারী যার যার।
আমি বলি, একা,একা হেন জীবন
আর চলে না যে রক্ষী,
রিয়া, নারী বধু প্রেমে মধু
হয়ে সংসারের লক্ষী।
তাই তোমায় ভুলিতে চেয়ে ও ভুলিতে পারিনা
ওগো আমার প্রাণ প্রিয় পক্ষী?


......মুহাম্মদ জে.এইচ (রপ্পি)......