- বিশ্ব,প্রেমের হেচরা টানে
         আমার হৃদে পচন,
    নিঃস্ব নামের অভিধানে  
         প্রেমটা বহুবচন।
  প্রেমে শক্তি, প্রেমে ভক্তি
        সাক্ষী তারা ফুল,
  প্রেম আঘাতে বেঁচেও মরা
      অনেক মানব কূল।
  তাদের সাথে আমিও আছি
         উন্মাদনা বেশে,
  প্রেমের খুঁজে এদিকওদিক
      ক্লান্তি কখন আসে ?  
ফুলেরগন্ধে অলির প্রেম
    স্নিগ্ধ সকাল ভোরে,
  নিপুণ ভঙ্গিতে কোকিল প্রেম
      বসন্ত মাস জুড়ে।
প্রেমে স্রষ্টা, প্রেমে সৃষ্টি
       এই বসুন্ধরা,
  শাহজাহানের অমর প্রেমে
     তাজমহল গড়া।  
আজও দেখি বিশ্ব প্রেমে  
   তরুণ তরুণী নাচন,
নিঃস্ব নামের অভিধানে
      প্রেমটা বহুবচন।

        !...সমাপ্ত...!