"প্রেমের গন্ধ"
--------------------------


*মেয়ে তোমার মন বাগিচার            
       অব্যক্ত শরীর হতে
সর্বদা প্রেমের গন্ধ বেরিয়ে আসে বাতায়নে,
    সেই সুঘ্রাণে আমি বহুবার এসেছি
          নির্জনে প্রেমবনে                
     মানুষের কোলাহল ছেড়ে?
মেয়ে প্রেম বিনীময় করতে                
       তোমারি সানিধ্যে।
সেই চেনা সুরভিত প্রেমের গন্ধ
      তোমার দেহ হতে                    
    নিঃসৃত হয় প্রতিনিয়ত
  আমার মৌনতার শ্বসন কার্যে।          
     উদাসী পিপাসার জল            
     ভালবাসার সিক্ততায়!
পূর্ণ মিলনের এক সেতু বন্ধন হিসেবে।
   তবু মেয়ে তুমি আমার হতে          
      আজ অনেকাংশ দূরে....
কোন একঅবস্থানে লুকিয়ে আছো সঙ্গোপনে
  মেয়ে আর কত পৃথিবীর পথ ধরে        
      আমি খুঁজেই যাবো তোমাকে      
         পারছিনা যে আর?
বার বার মনে হচ্ছে এখনি বুঝি এলো      
         শেষ সময় আমার।
   চোখে মুখে মলিন,ঝাপসা              
        যেন এক অন্ধাকের প্রতিচ্ছবি
আমাকে ধ্বংসের দিকে টানতে টানতে    
    সর্বদা নিয়ে যাচ্ছে এক পা করে।
মেয়ে আমি এখনও খুব কাছেই            
         সেই গন্ধ পাচ্ছি!
তোমারি দেহ হতে আসা বাতায়নে
     আমার নাকের ডগায়।
মেয়ে তুমি নিশ্চয় বিধাতার লিখনে
   আমার খুব কাছেই অবস্থিত আছো
তাই ভালবাসার আত্মসিদ্ধি লয়ে মুহুর্থ্যে
     আমারি হৃদে ফিরে এসো
    বিস্তৃত প্রেম যমুনার ঢেউ হয়ে।


   ....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......