* বসন্তের ছোঁয়াতে রঙিন ভুবন
   আলোকিত হয় ফুলে,
   প্রেমের ছোঁয়াতে মানুষের মন
   যৌবনের গান তুলে।
   বরষার ছোঁয়াতে সাগরের বুকে
   উত্তাল হয় জোয়ার,
   তোমার ছোঁয়াতে আমার এ মন
   খুঁজে সুখের দুয়ার।
   আকাশের ছোঁয়াতে চাঁদ হেসে
   জোস্নার আলো দেয়,
   ফুলের ছোঁয়াতে অলি এসে
   মধুর স্বাদ নেয়।
   প্রকৃতির ছোঁয়াতে পূবালী বাতাস
   সর্ব শান্ত করে ধরণী,
   ভালবাসার ছোঁয়াতে তোমাকে চাই
   ও রূপ মাধুর্যের তরুণী।
   ও রূপ মাধুর্যের তরুণী
   তোমাকে ভালবেসে লিখবো বাণী
   লিখবো হাজারো কবিতা
   দেখে তোমার ছবি,
   তুমি বললে, আরও লিখবো গল্প
   হয়ে প্রেমের কবি।