হায় আল্লাহ রিয়ার মুখে জোছনা মাখা হাসি        
       যেন মুক্তো হয়ে ঝড়ছে দেখো  
             অগণিত রাশি রাশি,          
      কি চমৎকার, রিয়ার মুখের হাসি।            
হায় আল্লাহ আমি রিয়ার প্রেমে মত্ত্ব পাগল  
    ছুটিয়া ফিরি মরু,কান্তার, কাননে        
অবাক পৃথিবী হাসছে দেখো          
        অন্তরালে বসি তাই,                  
দেখি স্বপনে, এলো বুঝি সে মনে!        
প্রভাতে ভৈরবী, আনমনায় কবি        
      মালতী পুষ্প  হাতে লয়ে              
       কভু এলো না সে অধরে।              
হায় আল্লাহ আদৌ শূণ্য আছি নিতল ব্যথায়
          নীলোৎপল খেলায়                  
         ভাঙ্গলো আমার বুক,                
চৈতী হাওয়া বইছে না আর দেখিয়া নির্বাক
          আমার প্রাণের দুখ।                
হায় আল্লাহ রিয়ার হাসিতে পুলকিত মন
           শুধায় ক্ষণে ক্ষণে,            
    দীগ্বলয়ে তাহার অরুণ লেখা            
      আজ আলোকিত এই মনে।        
  আমার এ মন বাস্তব প্রেক্ষিতে              
       জানে না "কো" কাহার,              
আজি বিজন ঘাটে লিখছি বসে হেতা              
     শুধু রিয়ার বেলায় প্রেমময় বন্ধনে।        
   ................ ××× ................
  
-- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) --            
  স্থান :-সফররত এলাকা,ফরিদপুর।
      তারিখ:-০৯/১২/২০১৭ইং।