জীবনচক্রের বিধানে,করেছি আমি
বহু হতে বহুগুণ পাপ,
ও আমার মহিমান্বিত,ক্ষমাশীল রব
আমাকে,করে দাও মাফ।
নতুন আরেক,জীবন দান করু প্রভু
হতে চাই,পবিত্র মানব,
এই ক্ষুদ্র জীবনে,অনেক ভুল করেছি
হয়ে,ধ্বংস লীলার দানব,
নতুন আরেক,জীবন দান করু প্রভু
হতে চাই,পবিত্র মানব।
প্রভু,তোমার কুদরতি পায়ে,শির লুটিয়ে
হতে চাই,চির শান্ত,
হালাল রুজি,আর সৎ কর্ম সাধন করে
যেনো,হয়ে যায়,ক্লান্ত।
রোগাক্রান্ত,জীবন হতে প্রভু,সুস্থ সবল
একটি,নতুন জীবন চাই,
ও আমার মহিমান্বিত,ক্ষমাশীল রব
তুমি ছাড়া,আমার কেহ নাই
প্রভু,তোমার কুদরতি পায়ে,শির লুটিয়ে
আমি,চির শান্ত হতে চাই।
প্রভু তোমার কাছে,আমার এই আর্জি
কবুল করু,কবুল করু,প্রভু তোমার মর্জি।