* যদিও তপ্ত মাখা লুণ্ঠিত এ প্রাণ বরণ্যে
   তবুও সেই চেনা মুখটা খুঁজি শুধু অরণ্যে
        ভুবনে দুটি প্রান এক করিতে        
              নব নব এই অন্তর,            
ব্যথায় ভাষাতীত অসীম প্রেমে আশাতীত  
       ভালবাসার সেই মাঠ প্রান্তর।        
জৈষ্ঠের মধূমাসে ফাল্গুনে প্রেম আসে
         যৌবনের লাগে দুলা,            
চৈত্রের ক্ষরা রৌদ্রে, বিরহ সমুদ্রে      
       অবহেলা করে দেখি                      
          সুখ পানি ঘোলা।            
মেয়ে তোমার মনে জিলাপির প্যাচ ছিল
         আগে লাগেনি ত খটকা,          
বয়সে পাকে চুল তাতে যদি হয় ভুল        
       বনে যায় সাবানের পটকা।          
ক্ষতি নেই, ভাষা নেই আর কোন আশা নেই  
       নিয়ে তোমার আমার প্রেমটা,      
      অবশেষ, রজনী প্রায় হলো শেষ        
        যায় এবার বিছাবার ঘুমাতে      
            নিভিয়ে যে লেমটা।              
ক্ষতি নেই, ভাষা নেই,আর কোন আশা নেই  
     মেয়ে মুছে দিয়ে হৃদবোর্ডে  
        তোমার আমার প্রেমটা।          


     - মুহাম্মদ  জে.এইচ (রপ্পি) -    
        তারিখ:- ২৩/১২/১৭ইং।