"রাগে অনুরাগে"
------------------------
* যৌবন ধরিয়া, প্রনয়ের সেই সুর, গান
          নারীর হাতে লেখা,
আবেগহীন ভালবাসার, সেই প্রাণ
       যুবকের চোখে দেখা।
মধুময় মিষ্টি প্রেমের ঐ বৃষ্টি
      যুগে যুগে আসে,
বিরহ, বিচ্ছেদ প্রথম প্রচ্ছ্যেদ
    ভুল বুঝিয়া দোষ খুঁজিয়া
    প্রশান্ত বিষাদ ভাসে?
তবু মধুময় মিষ্টি প্রেমের ঐ বৃষ্টি
যুগে যুগে লোক সম্মুখে আসে!
হঠাৎ যৌবনে আসে টান গোধূলীর সন্ধ্যে,
      খেলাঘরে অন্তহীন ইচ্ছা,
       প্রেমময় বন্ধে।
সুখদুখবেদনার চিরদৈন্য যার
  মরণের পরপাড়ে সে বাঁধন
         আধখানা মনে,
      নষ্ট হবে না "কো"তার।
মনে প্রাণে নব নব ব্যাকুলতা
      চিত্রায়নে জাগে,
হৃদয়ের গভীরে স্নায়ুমুখে নিশিদিন
      সখি তরে লাগে।
দুটি বিন্দু অশ্রু ধরে আখি জলে
        অতৃপ্ত বাসনায়,
    কামনায় রাগে অনুরাগে।


...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......