"রেখে যেও ফুল সমাধীতে"
--------------------------
...... সেই দুঃস্বপ্ন কালের রাত্রি
               বিচ্ছিন্ন দিনে হিম হ্রদে
     স্ফটিকগিরি খুলে,
আমার অস্তিত্বে বসন্তের বাগিচায়
        সেই যে প্রথম এসেছিলে মেয়ে!
স্বর্গের ভিতর দিয়ে মাইলফলক রাস্তা ধরে
   উঁচু দেয়ালের ছায়া নিবিড় মগ ডালে।
অতঃপর নুপুরের শব্দে গাঙ্গিনীর ঢেউয়ে
        তুমি এসেছিলে মনে,
     শিহরিত অঙ্গে কম্পনে উড়ু উড়ু
   পাতা ঝড়া আঁধারিয়ার বনে।
    অশ্বত্থের শাখা ঐ দুলেছিলো
হৃদয়ের বেনুবনে ভালবাসা বলেছিলো!
     পুষ্প মালার আসরে,
             বরণ করো থাকে।
একদিন জোনাকির আলো জ্বলা
          সন্ধ্যের লগ্নে,
সেইদিন ভেঙ্গেছিল একাকীত্ব
          দুরাশার মগ্নে।
তখন প্রেম এলো প্রীতি এলো
     করুণ কার্নিশ ঘেঁষে,
  নদী পাহাড়ের বিচরণে
        ঝর্নার বহমানা বেশে।
মেয়ে আজ ফুটপাথে প্রেম হারিয়ে গেছে
    হচ্ছে বুকে কষ্টে পাথর বাঁধিতে,
মেয়ে একদিন আকাশের নক্ষত্রে
     মিশে যাবো এই আমি।
সেদিন গভীর খুশিতে অট্ট হাসি হেসে
    রেখে যেও ফুল,মোর সমাধীতে।


........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......