* ও মন তুই নাচতে গিয়ে ধপাস ধপাস
        ওঠোন জুড়ে পড়লি শেষে,          
    তুই কি আদৌ নাচতে জানিস?                
ও মন তুই চলতে গিয়ে এপাশ ওপাশ
         ছন্নছাড়া চলতে থাকিস,              
  তুই কি রাস্তা চলার আদব মানিস?          
ও মন তুই শৃঙ্খলে তাল উতাল পাতাল  
        বনবাদরে ছুটতে থাকিস,            
      তুই কি সময়ের মূল্য জানিস..?          
ও মন তুই যাহা চাস তাহাই করিস      
      প্রেমের টানে কেঁদে মরিস,              
      তুই কি প্রেমের গ্লানি টানিস...?          
ও মন  কখন ও তুই তাহার মুখে            
      চৈতালি চাঁদ দেখিস হাসে,            
   বিরহ লয়ে শেষ রাতের ঐ খেলায়!        
ও মন বিষাদে পুড়িস, কেঁদে মরিস      
        কাহার আসার শব্দ শুনিস,      
          প্রতীক্ষার ঐ বেলায়?                
ও মন তুই কি আদৌ বলতে পারিস      
         রিয়া কবে আসবে,                  
   মিছে মিছে তর আহ্লাদী মন              
সে কি তর আকাশে,বারো মাসে          
     এক ফালি মেঘ জমাটে                  
         বৃষ্টি হয়েই ভাসবে!              
ও মন তুই কি আদৌ বলতে পারিস      
       রিয়া কবে আসবে?              
  
     - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)              
  স্থান:- সফরত এলাকা, ফরিদপুর।    
    তারিখ :- ০১/১২/২০১৭ইং