* প্রভু তোমার ও খেলাতে                
                  শেষের ও বেলাতে        
হেটে হেটে আমি আজও চলি,              
        আর মুখে শুধু রিয়া রিয়া বলি।  
আজ জীবন নদীর তীরে আছি দাঁড়িয়ে,      
         কত মাঝি পাল তুলে যাই হারিয়ে।
আমি ও এসেছি সেই ঘাটের ঐ কিনাই,      
        ঐ পাড়েতে বাজে বিয়ার ঐ সানাই।  
প্রভু তোমার ও খেলাতে                  
                 শেষের ও বেলাতে,        
   হেটে হেটে আমি আজও চলি!          
           আর মুখে শুধু রিয়া রিয়া বলি।    
জীবন নদীর স্রোত বয়ে বয়ে যাই      
      হারিয়ে গেছিস তুই মনে ঐ কিনাই ।
প্রভু তোমার ও খেলাতে                  
               শেষের ও বেলাতে            
   হেটে হেটে আজও আমি চলি            
         আর মুখে শুধু রিয়া রিয়া বলি।


  এখানে :- (কিনাই বলতে, কিনারা)
        - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)        
    স্থান:- সফরত এলাকা,ফরিদপুর।    
     তারিখ :- ০২/১২/২০১৭ইং